Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

গ্রাহক পর্যায়ে বিদ্যুত সংযোগ প্রদানের লক্ষ্যে লাইন নির্মান।

পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় এলাকা ভিত্তিক লাইন নির্মানের এখতিয়ার শুধুমাত্র পল্লী বিদ্যুয়ন বোর্ডের। সমিতির সমগ্র ভৌগলিক এলাকা বিদ্যুতায়নের জন্য অনুমোদিত মহা পরিকল্পনায় প্রতি কিঃমিঃ 45000.00 টাকা বার্ষিক রাজস্ব প্রাপ্তি সাপেক্ষে রাজস্ব অনুপাতের ক্রমানুসারে বাৎসরিক বরাদ্দের ভিত্তিতে অগ্রাধিকার তালিকা অনুযায়ী লাইন নির্মাণের বিধান আছে। নির্মাণের ক্ষেত্রে অধিক রাজস্ব আয় অগ্রাধিকার পায়। পবিবোর্ড তাহার অধীনস্ত বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির মহা পরিকল্পনার আওতায় বরাদ্দকৃত বাৎসরিক লক্ষ্যমাত্রার ভিত্তিতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এলাকা ভিত্তিক লাইন নির্মান করে পবিসের নিকট হস্তান্তর করে থাকে। অতপর সংশ্লিষ্ট পবিস এর সদর দপ্তর অথবা জোনাল অফিসের মাধ্যমে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। এ ব্যাপ্পারে বিস্তারিত তথ্য  নিকটস্থ পবিস সমূহে পাওয়া যাইবে।

গ্রাহকদের ডিপোজিট ওয়ার্কের কাজে সহায়তা করণ

গ্রাহক ইচ্ছা করিলে নিজস্ব অর্থায়নেও লাইন ক্রয় করিতে পারিবেন। এক্ষেত্রে পবিবোর্ডের নিয়মানুযায়ী নিকটষ্থ পবিসের মাধ্যমে আবেদন করিতে হইবে। আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদিত হইলে বৈদ্যুতিক উপদেষ্টা প্রতিষ্ঠান কর্তৃক প্রস্তুতকৃত এষ্টিমেট অনুযায়ী প্রয়োজনীয় অর্থ পবিস এ জমা প্রদান করিলে লাইন নির্মান পূর্বক বিদ্যুৎ সংযোগ প্রদান করা হইবে।

দূর্নিতীর অভিযোগ সংক্রান্ত

বিদ্যুৎ লাইন নির্মান কিংবা নবায়ন সংক্রান্ত কাজে সংশ্লিষ্ট পবিস/পবিবোর্ড কিংবা উপদেষ্টা প্রতিষ্ঠান সহ স্থানীয় কোন লোকজনের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সংযোগ প্রদানের আশ্বাস কিংবা কোন সমাধান করার বিনিময়ে আর্থিক সংশ্লিষ্টতা পাওয়া গেলে বা অভিযোগ থাকিলে তদন্তের মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা নেয়া হবে।