Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

বরিশাল জোন মূলত পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের আওতায় বিদ্যুত বিতরন লাইন, উপেকন্দ্র ও পূর্ত নির্মান কাজের জন্য ক্রয়কারী বা Procuring Entity হিসাবে কাজ করে থাকে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুত সমিতি সমূহ নিম্ন বর্নিতভাবে সেবা প্রদান করে থাকেঃ 

 

 1.নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান।

2.ডিপোজিট ওয়ার্কের মাধ্যমে (নিজ খরচে) সংযোগ প্রদান।

 

 

নিরাপদ বিদ্যুৎ ব্যবহারের জন্য কতিপয় সতর্কবানীঃ-

1.ভিজা হাতে বা খালি পায়ে কখনও সুইচে হাত দিবেন না। সকেটের ভিতর কোন তার বা কোন পরিবাহী পদার্থ ঢুকাবেন না।

2.সুইচ অন অবস্থায় কখনও হোল্ডারে বাল্ব লাগানো বা খোলার চেষ্টা করবেন না।

3.বিদ্যুৎ পরিবাহী তার, খুটি বা টানা তারে কখনও হাত দিবেন না বা খুটিতে গরু ছাগল বাধবেন না, এতে যে কোন সময় বিপদ হতে পারে।

4.বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে পড়ে থাকতে দেখলে কখনও স্পর্শ করবেন না। এঅবস্থায় সমিতিতে বা নিকটস্থ অভিযোগ কেন্দ্রে খবর দিন এবং সমিতির লোক নাপৌঁছানো পর্যন্ত পাহারার ব্যবস্থা করুন।

5.বৈদ্যুতিক তার বা সার্ভিস তারের উপর ভিজা কাপড় শুকানোর জন্য দিবেন না। এতে মারাত্নক বিপদ হতে পারে।

6.সমিতির সাথে পরামর্শ ব্যতিত আপনার সংযোগের লোড (বাতি, মটর,ফ্যান ইত্যাদি) বৃদ্ধি করবেন না। এতে ট্রান্সফরমার পুড়ে যেতে পারে।

7.সমিতির বৈদ্যুতিক লাইনের নিছে গাছপালা লাগাবেন না। বৈদ্যুতিক লাইনেরআশে পাশে গাছপালা কাটতে সমিতি কর্তৃপক্ষকে সহযোগিতা করুন।