পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ১৯৭৭ সালের ৩১ অক্টোবর এক অধ্যাদেশের মাধ্যমে পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠিত হয় এবং পর্যায়ক্রমে দেশের সর্বত্র বিদ্যুতায়নের উদ্দেশ্যে কার্যক্রম শুরু করে। দেশের সার্বিক উন্নয়ণের লক্ষ্যে দেশীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং প্রাপ্ত বৈদেশিক সহায়তাকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে বিদ্যুৎ সরবরাহের অবকাঠামো সৃষ্টির মাধ্যমে গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়ণের লক্ষ্যে কাজ করে কৃষি উন্নয়ন, গ্রামীণ শিল্পায়ন, বেকার সমস্যার সমাধান ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে “লাভ নয়, লোকসান নয়” এবং “গ্রাহকগণই প্রকৃত মালিক ধারনার ভিত্তিতে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম । বর্তমানে ১০ টি পল্লী বিদ্যুৎ সমিতি ও ৫টি প্রকল্প বিভাগ নিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বরিশাল জোন, বরিশাল বিভাগের প্রতিটি গ্রাম বিদ্যুতায়নের লক্ষ্যে কাজ করছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS